কৃষক

মদ্য পন্য ,করে যে উৎপন্ন
ধনী সে চড়ে গাড়িতে
অথচ কৃষক কেঁদে মরে আজ
চাল নেই তার হাড়িতে ।
.
সিগারেটের ঐ অঙ্গারে জ্বলে
পিষ্ট মানুষ মৃত্যু কলে
ধোঁয়াশার ধূম্র জালে
ভিড়ায় তরী অতল তলে ।
.
হৃদয় পুড়ে রক্ত গলে
মৃত্যু খেলা নৃত্য ছলে
সিগারেটের বণিক দল
অর্থ লোটে সদর বলে ।
.
অবাক কান্ড বোকা বিশ্ব
ধনী করে তাদের,হয়ে নিঃস্ব ।
অথচ কৃষকের একি দৃষ্ট
নিত্য যাতার কলে পিষ্ট ।
.
মুঠোফোনে দেশ ভরে গেছে বেশ
মিনিটে মিনিটে টাকা গুলো শেষ
অথচ তাতে নেই কোন ক্লেশ
কৃষকের দিতে গেলে বাঁধে রেশ।
.
কৃষক সবার অগ্র গন্য
সম্মান দিয়ে কর মান্য
বাচার জন্য লাগে অন্ন
বাকী সবই নিছক পন্য ।

0.00 avg. rating (0% score) - 0 votes