ফিরে দেখা

জীবনের যত সব ছেলেমানুষি–
স্মৃতির আলয়ে রাখা ঘটনার স্রোতে ভাসি,
বেহিসেবি যত সব অর্জিত লাভ অথবা ক্ষতি
সৃষ্টির সাথে লুপ্তির খেলা বাকীটা শুধুই গতি।

খুঁজেছি যত বুঝি না তত গিয়ে অজানার পার
ভিক্ষার ধন জুটেছিল ঠিক সে তো শুধুই বেদনার,
কোথা চড়াই কোথা বা উৎরাই শেষ হয়েছে সাধা
ক্লান্তি,হাসি নিয়ে অঙ্গনে ফেরা দূর করি সব বাধা।

ধৈর্য্যের বাঁধ মানে না যে বাধা পান্ডুর হয় আকাশ
প্রহসনের যবনিকা সবই উঠে যায় ব্যর্থ করি প্রয়াস,
উত্তরের জানালায় দখিনা বাতাস উচ্ছ্বসিত কোলাহলে
নেচে নেচে বেড়ায় ঘরের মেঝেতে হরষে ঢেউ তুলে।

আসা যাওয়ার পথের ধারে দেখা মেলে কোনদিন
নিবিড় সুখের বেদনা তাহার পড়ে থাকে অন্তহীন,
পার হয়ে আসা সেই স্মৃতি মনে মোর ভিড় করে
হাজার লহরীর তানপুরা যেন সবে মিলায় বিশ্বসুরে।
**********

0.00 avg. rating (0% score) - 0 votes