টের পাওনি

জগৎ টা কাউকে নিয়ে সাজাতে বলছো?
জগৎ টা যে তুমি নিয়ে গেছো, টের পাওনি!

নিথর দেহ টা কে বিক্রি করে দিতে চাও?
ভেতর টা যে শূন্য করে দিয়েছো, টের পাওনি!

সুখী দেখতে চাও আমায়?
সারা জীবনের দুঃখ দিয়েছো, টের পাওনি!

আমার হাসিকে ভালোবাসো?
গোপনে কাঁদালে, টের পাওনি!

আমার ভালোবাসা পেয়ে জীবন পার করতে চাও?
তুচ্ছ ভেবে কখন দান করে দিলে আমায়, টের পাওনি!

আমায় দুনিয়ার সব আনন্দ কিনে দিতে চাও?
কখন যে দুঃখ কিনে দিলে, টের পাওনি?

আমায় বাঁচিয়ে রাখতে চাও?
কখন যে মেরে ফেললে, টের পাওনি!

আজ রাতে পরম শান্তিতে কারো বাহুতে ঘুমাও তুমি,
আমি তখন বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদছিলাম, তুমি তো টের পাওনি!

তোমার আদরে যখন অন্য কেউ সিক্ত!
আমার মন তখন আদর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তুমি টের পাওনি!

তোমার বিছানায় যখন তুমি গভীর আনন্দে মেতে ওঠো,
আমার বালিশ তখন অঝোর কান্নায় ভেজা, তুমি টের পাওনি!

তুমি যখন ভীষণ বিরক্তির সাথে মুখ ফেরালে,
আমার তখন বুক ভরা অভিমান, তুমি টের পাওনি!

তুমি যখন আত্ম-অহংকারের লড়াইয়ে জেতার নেশায় মেতে উঠলে,
আমি তখন মরণের নেশায় মেতেছি, তুমি টের পাওনি!

আবার যেদিন তুমি আমার দুনিয়া নিয়ে ফিরে আসবে,
আমি তখন দুনিয়াতেই নেই, তুমি টের পাওনি!

তুমি আবার যখন প্রকৃতির মতো সুন্দর বাউলির অনুসন্ধানে যাবে,
তোমার সুন্দর বাউলি তখন সুন্দর প্রকৃতিতে মিলিয়ে গেছে, তুমি টের পাওনি!

0.00 avg. rating (0% score) - 0 votes