অনুভব

থাক না পড়ে আপনমনে ধরার মাঝে
দূঃখ দিয়ে তাকে ডাকার কিবা প্রয়োজন?
রিক্ত হাতে বাড়ানো পূজার থালি সকাল সাঁঝে
অলীক কল্পনা সুখের অনুভবে জীবন মরণ।
********

0.00 avg. rating (0% score) - 0 votes