১.মরণ বেলা
জনস্রোত স্বজন
অশ্রু মেলা।
২.পলাশ রাঙ
বৃষ্টির ঝর্ণা
উজান গাঙ।
৩.খরা পুকুর
সূর্যের কিরণ
মাছের দুর।
৪.নির্বাসিত
স্বইচ্ছে আঁধার
আপন গীত।
৫.সন্ধা সুখ
গোধুলির পণ
রাতের মুখ।
৬.হাতে কাঁকন
উপচে যৌবন
প্রণয় রণ।
৭.দুপুরে মেঘ
সবুজ প্রান্তর
বাতাস বেগ।
৮.নদীর ঢেউ
মাঝির ভাটিয়ালি
কোথাও কেউ।
৯.পথিক একা
তৃষ্ণাত্ব ঠুঁট
প্রিয়ের দেখা।
১০.স্বপ্ন ফুল
রাত্রির গভীর
প্রণয় ভুল।
১১.সাদা কাগজ
মাকড়াসার ছায়া
মাপার গজ।
১২.মায়ের বুক
শিশু উৎফুল্ল
বাবার সুখ।
১৩.তবুও হাসি
অশব্দে বিলাপ
নীরব ফাঁসি।
১৪.আপন কবি
অদেখা প্রণয়িনী
প্রাণের রবি।
১৫.নগ্ন হাত
কংকাল পিন্ড
চাওয়া ভাত।
১৬.অশ্রু বাঁশি
শূন্যতা সৃষ্টি
মকর রাশি।
১৭.তুফান গেলে
ধ্বংসাবশেষের
চিহ্ন পেলে।
১৮.অচিন পণ
আত্মহত্যার
নিটোল রণ।
১৯.বিকৃত ধারা
একান্ত হিসেব
ঠিকানা হারা।
২০.তিথির বুক
পথে নিথর ঘুম
কালের দুখ্।
২১.অকথা ভাষা
দিগন্ত জোয়ার
স্বপ্ন আশা।
২২.ভোরের ঘুম
রাত্রির সীডর
অশ্রু ধুম।
২৩.একা পথিক
অনন্ত অসীম
যুগের ধিক।
২৪.হঠাৎ পথ
নিরুদ্দেশ সখ
সাজানো রথ।
২৫.গুচ্ছ ফুল
নামহীন ঘ্রাণ
কালের ভুল।