ভালো থেকো

অযথাই মেঘ জমে! অসময়েই বৃষ্টি নামে!
অসময়ের বৃষ্টিকে বলি- জানো কি?
আজ আমার চোখ অনেক গভীর!
সমুদ্রের মতো! তাইতো তাকালেই ডুবে যাও!

দেখেছো কি?
আজ আমার চোখে হাজার ভাষা,
হাজার প্রশ্ন, হাজার কান্না, হাজার স্বপ্ন!!

জানো?
এই চোখ আগে কখনো এতটা রহস্যময় ছিলোনা!
একসময় এই চোখে সকালে-বিকেলে দুষ্টমি খেলা করতো!

আর এখন?
এই চোখ জোড়াতে ধারণ করে রেখেছি হাজার হাজার কথা, রহস্য
এবং তুমি অসময়ের বৃষ্টিকে!
ভালো থেকো প্রিয় বৃষ্টি, ভালো থেকো মেঘ,
ভালো থেকো সূর্য আমার…

0.00 avg. rating (0% score) - 0 votes