চলে এসো – শুধু একবার

নিদ্রায় যাওয়ার আগে চোখে ভরে নিয়ে যেতে চাই
আমার নারি ছেড়া ধনের নিষ্পাপ মুখের হাসিটা!
অনেক দিন পাইনি আমার প্রিয়তমের বুকের গন্ধ,
সেই গন্ধ টাও নিঃশ্বাসে ভোরে নিতে চাই!
বলতে চাই, তোমার চোখের হাজার কান্না আমি পড়েছিলাম!
জানতে চাই আমার চোখের ক্ষুদা তুমি দেখেছিলে কিনা?
শোনাতে চাই আমার দীর্ঘশ্বাসের গল্প!

জানতে চাই আমার তৃষ্ণার্ত আত্মার কান্না তুমি শুনতে পেয়েছিলে কিনা?
জানাতে চাই গভীর রাতে জানালার পাশে শুয়ে ফুঁপিয়ে কান্নার কাহিনী!
শুনতে চাই প্রিয় কন্ঠ কে…!
তাকিয়ে থাকতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখের দিকে,
যতক্ষন না চোখ বন্ধ হয়ে যায়!
দিয়ে যেতে চাই দীর্ঘদিন লিখে যাওয়া অদৃশ্য ডায়রিটা!
জানতে চাই, তুমি কি শুনেছিলে অবুঝ আত্মার আকুতি?
তারপর ঘুমাতে চাই প্রিয় বাবার কোলে, মমতার ছায়ায়!

অনেক শান্তিতে…
সেদিন দেয়াল গুলো ভেঙে চলে এসো, শুধু একবার এসো!
এরপর আর ডাকবোনা,,,
শুধু একবার এসো…

0.00 avg. rating (0% score) - 0 votes