এখনো তোমার যৌবন
অথচ বৃদ্ধ আমি
দাঁড়িয়ে আছো চৌরাস্তার
বুক ফটোকে তুমি ।
.
আমার হাতে লাঠি
আগের মতন পারিনা আর
টিপ টিপিয়ে হাটি।
অথচ,আজ ও তোমার সেই
নির্মল খেলা
সকাল থেকে সন্ধ্যা বেলা ।।
.
কঁচি কিশলয়ে ভরে আছে
কান্ড তোমার
অথচ,আজ মাথা ভর্তি
পাকনা চুল আমার ।
.
যখন আমি পাঁচে
তোমার সাথে প্রথম দেখা
আজও মনে আছে
একে একে আমি সত্তরে আজ
পড়েছে কপালে বয়সের ভাঁজ
অথচ, আজও তোমার সবুজ গড়ন
আগের মতোই নড়ন চড়ন
পারিনি আমি , পেরেছো তুমি
বয়সে কাছে হেরেছি আমি ।।