খুব ভালোলাগে তোমাকে

আমার খুব ভালোলাগে
যখন এক পাশে বেণী করে তোমার মাথার চুল বাঁধ,
আমার খুব ভালোলাগে
যখন অভিমান ভাঙ্গাতে তুমি আমায় খুব করে সাধ ।

আমার খুব ভালোলাগে
যখন আলতা পায়ে ঠোঁট রাঙিয়ে কপালে টিপ পর,
আমার খুব ভালোলাগে
যখন দুহাতে তোমার ওই বুকে আমাকে জড়িয়ে ধর ।

আমার খুব ভালোলাগে
যখন বাতাসে তোমার এলো চুল মুখের সামনে উড়ে,
আমার খুব ভালোলাগে
তখন তোমাকে কাছে পাবার চিন্তা মনের মাঝে ঘুরে ।

আমার খুব ভালোলাগে
যখন নীলিমার গায়ে গায়ে থাকে নীলে নীলে ভরা,
আমার খুব ভালোলাগে
তখন তোমাতে মিশে যাই তুমি আর থাকনা অধরা ।
————————————-
খুব ভালোলাগে তোমাকে // শফিক তপন
১৩ই বৈশাখ ১৪২৩,
২৬-৪-২০১৬
নাড়াবান্ধা, ক্যানবেরা

0.00 avg. rating (0% score) - 0 votes