স্বপ্ন ও ধোঁকা

“”স্বপ্ন ও ধোঁকা””
___জাহিদ আরেফিন
অনেকে বলতে শুনবেন, আমি স্বপ্ন দেখিনা, ভবিষ্যৎ নিয়ে তেমন ভাবি না, কাউকে ভালবাসিনা বা কারো সাথে হৃদয়টাকে বাঁধবার কোনই ইচ্ছে নেই।
আপনিই বলুন, তাহলে মানুষ বেঁচে থাকবার জন্য দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করতো না, তিনবেলা কেনই বা খেয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখতে এত প্রচেষ্টা! তবে কি শুধু এসব এমনিতে করে থাকে?
যার মন মানুষের জন্য কাঁদে, সে কি নিজের জন্য কোনদিন কাঁদেনি, নিজের জীবনে কোন প্রাপ্তির আশায় কোনদিন কি তার হৃদয়টা আন্দোলিত হয়নি?
তাহলে কেন মিথ্যা বলবেন, কেনইবা অন্যেকে এড়িয়ে যেতে নিজের মনের উপর একবড় মিথ্যার বোঝা চাপিয়ে দিবেন? বাঁশি বাজিয়ে যাচ্ছেন কিন্তু , সুরটা কানে নিচ্ছেন না, এটা কি মিথ্যা বলা নয়? মনটা গোপনে কাঁদছে, তবু অন্যেকে বলে যাচ্ছেন, আমার মনে কোন জ্বালা নেই, আমি কারো জন্য একদিনের জন্যও অপেক্ষা করে কাঁদেনি।
কেন নিজেকে ধোঁকা দিয়ে অন্য হতে বাঁচতে চাইছেন? পৃথিবীতে কি এমন একজন মানুষ আছে যে , কিনা কোনদিনও কারো জন্য এক মুহুত্যে ভােবনি? না, নেই। আমরা শুধু ঠকে যাবার ভয়ে মনের ইচ্ছাটাকে চাপা দিতে ভালবাসি। কেন বলি, স্বপ্ন দেখিনা?
যদি তাই হতো, তাহলে তো কবেই নিজেকে ধামিয়ে দিতেন কোন এক বিন্দুতে। ইচ্ছে বা সাধ আছে বলেই প্রতিদিন নতুন দিনের জন্য ঘুমাতে যান, আবার দিনে বেঁচে থাকার সংগ্রাম করেন এবং আবার রাতে নতুন দিনের,নতুন প্রত্যাশায় ঘুমিয়ে পড়েন।।

0.00 avg. rating (0% score) - 0 votes