।।ছিন্ন মেঘবাড়ি—-
আর সবি তোমার বাহাদুরী,
রোদ লুকালে এ শহরে—-
মেঘ হয় বৃষ্টি,
পথ ঘাট যানজট—-
তোমার কোলে সবুজ হতে—-
অবুজ আমি কোন গ্রামে যাই।
তোমার কোলে সকাল হতে—-
বিকেল আমি রোদ নিয়ে পালাই।
ধানপাতার ঘর—-
ছিন্ন মেঘদুপুর—-
রোদ লুকালে এ শহরে—-
মেঘ হয় বৃষ্টি,
আমার মেঘবাড়িতে মেঘে—-
মেঘে-মেঘে খেলায়,
কৃষকমন লুকিয়ে বেড়ায়—-
শেষ ফসলে শেষ ফলায়।
তোমার কোলে সবুজ হতে—-
অবুজ আমি কোন গ্রামে যাই……….।।