অন্ধবিচার

মরু কহে সমীরণে কিবা তোমার গতি
শক্তি যার নাই বিন্দু নিঃস্ব যার জ্যোতি,
হঠাৎ গগনভেদী মেঘগর্জনে ঝড়ের প্রবল
পাষাণের সিংহাসন যেন করে টলমল।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes