তবুও তুমি

তবুও তুমি
_______জাহিদ আরেফিন
বিদীর্ণ তুমি, ক্ষণকালের মায়া মেখে সূর্যবেষ্টনীতে বন্ধি,
কত অনাদরে, -তবু প্রতিদানে আমার ভাঙা গৃহে জ্বালো
-সন্ধ্যা প্রদীপ,
আমি এমনি, শীতল মৃত্তিকায় হই আগ্নেয়গিরি।
তোমার আঁচল ভরে জ্বলন্ত লাভা আর আগুনের ফুলকিতে,
তাই আঁকড়ে স্বপ্ন দেখো,-জোনাক জ্বালো ফুলকিতে ।
আমি কেন এমন?
তোমার বিদীর্ণ কলিজা হাতে নিয়ে দেখি তাতে মায়া কোথায়,
-অথচ জানি,
তোমার পূঁজার উদ্দেশ্য যেন আমার চোখে জাগে প্রেম অনুরাগ,
-দিন যায়,
আমি তো এমনি, যা তোমার বিষাদের কাঁটা।
গ্রহের ফেরে আমি বিচ্ছিন্নতায়,
তবুও তুমি কেন আমার মাঝে কাঁপন তোলো,
-হাত ধরে ভাসো নিরুদ্ধ বলাকায়,
আমি এমনি, কৃপনতার চাদর মুড়ে পাড়ি দিচ্ছি পথে বিপথে।
আমি বৃষ্টিহীন মরুঝড়, -বালুর শ্বাসরুদ্ধ সীমানায় পতাকাবাহী,
অশান্তির পরশ, অথচ তুমি বৃষ্টি চাও,
-প্রার্থনা রাখো থেমে যাক তান্ডবলীলা,
শুদ্ধতায় আমি তোমার হৃদয়ে রাখি পদছায়া।
তুমি জানো,-যা আমার আছে সব নিরর্থক,
সুমুদ্রগর্ভে হাঙরের আহার,
-স্বপ্ন নেই, শুধু মৃত্যুকাল গুনি।
তবুও তুমি বাতায়ন খুলে বাহির পানে চাও,
আমার ফিরে আসার পথে,-নির্ঘুম নির্বাক চাওয়া পাওয়ায়,
জানো তবুও নিরুপায় তুমি।

0.00 avg. rating (0% score) - 0 votes