কবিতার পাতা আমার কবিতা

কবিতার গাছে কবিতার পাতা ধরেছে কবিতার ফুল,
আমার কবিতা রাখালিয়া বাঁশি, গান গাওয়া বুলবুল।
আমার কবিতা ভালবাসার গান, কবিতা আমার প্রাণ,
আমার কবিতা ভোরের আলোয়, প্রভাত পাখির গান।

আমার কবিতা শীতের কুয়াশা, ব্যথা, ক্রন্দন, অভিমান
আমার কবিতা উদাসী হাওয়ায়, যত বিহগের কলতান।
আমার কবিতা ভোরের কুয়াশা, সাঁঝ আকাশের তারা,
আমার কবিতা জীবন মরুতে আনে জীবন নদীর ধারা।

আমার কবিতা কালের কণ্ঠ, সব মানুষের কথা বলে,
আমার কবিতা জীবন তটিনী, আপনবেগে বয়ে চলে।
আমার কবিতা বৈশাখী ঝড়, প্রতিবাদের ঝড় তোলে
আমার কবিতা মনের গহনে, যত মনের কবিতা বলে।

আমার কবিতায় যত নিদাঘ দগ্ধ দিবসের হয় অবসান,
আমার কবিতায় আমি গেয়ে যাই নব জীবনের জয়গান।
আমার কবিতা ঝরে যাওয়া কত নব নব আশার মুকুল।
চেয়ে দেখো ঐ কবিতার গাছে, ধরেছে কবিতার ফুল।

0.00 avg. rating (0% score) - 0 votes