আকাশে উড়ছে শকুন
মাটিতে বিস্তৃত উইপোকা
রোজ ক্ষত – বিক্ষত ডাইরীর পাতা।
তোমাদের হাত দিয়ে আমার মুখ সাজাও,
আড়ারে-আবডালে
কেউ বলে সঙ
আবার কেউ বলে অসভ্য
আমার অববয় আমায় দাওনা দেখতে
আয়না সরিয়ে নাও স্বমুখ থেকে।
বুঝতে পারিনা বুঝতে দাওনা
কোথায় অবস্থান আমার
কতোটা আদর্শ বাস্তবিক।
আকাশে উড়ছে শকুন
মাটিতে বিস্তৃত উইপোকা
রোজ ক্ষত-বিক্ষত ডাইরীর পাতা।