মন্দির প্রাঙ্গনে এক তুচ্ছ নরপতি
ভিক্ষার আধার ছাড়া নেই কোন গতি।
দিনে রাতে কত শত অপমান ঘাতে
ঘুমভাঙ্গা আঁখি মেলি প্রসন্ন প্রভাতে।
সারাদিন উপবাসে ঘুরি ফিরি পথে
নিয়ত যোঝা দুরন্ত জীবনের সাথে।
হৃদয়সুধা ছাড়ি তার আকুল প্রাণ
মানুষের মাঝে কেন এত ব্যবধান?
অনন্ত ধৈর্য,ক্ষমা,ন্যায়ের বেড়া টুটে
মন প্রাণ জুড়ায় হৃদয় করি লুটে।
ভালোবাসার মূল্য সে বোঝাবারে চায়
সুর তুলে সুন্দরের ঋদ্ধ অর্চনায়।
বুভুক্ষিত দেবতা কি প্রীত হয় কভু
মনের সৃষ্ট ভুল দূর কর হে প্রভু।
*********