অরক্ষিত

কোন এক সন্ধিক্ষণে বাতায়নে বসি
মাতৃহারা শিশু যেন নিশীথের শশী।
পরম আত্মীয় সে যে সবার জীবনে
দগ্ধ হৃদয়ে পাওয়া আঘাত গোপনে।
অনাচার,অপমান,অনাদর যত
ধীরে ধীরে নিভে যায় দীপশিখা শত।
অনন্ত বিশ্বের মাঝে থাকে কোনখানে
ম্লান হয়ে দেখা দেয় চাহি কার পানে।
মনের প্রবোধ দিয়ে কেন নিলে প্রাণ?
এহেন জীবনশিখা করিয়া নির্মাণ।
কৃপা করে দেখিবারে ফিরালে নয়ন
জীবন বসনখানি করিয়া হরণ।
সঞ্চারী স্বপ্নমালায় আনন্দের ঢেউ
দেবজ্যোতি হারায়ে কি সুখী হয় কেউ?
********

0.00 avg. rating (0% score) - 0 votes