রাত্রি ভীতির কাব্য

রাত্রি ভীতির কাব্য

                     -ন.স.নোমান



ঝোৎস্না রাতে মিট মিট জ্বলে ছোট্ট ছোট্ট তারা

ঝিঝি পোকা  গান গেয়ে যায়  বর-ই বেসুরা।

চাঁদের আলো ঝিক ঝিক করে পুকুর পানিতে

ঝপাস করে আওয়াজ তোলে মৎস্য তারিতে।

গুম গুমানো  কোথায় থেকে  শব্দ শুনি কানে

ভীতি জাগে  মনের ভিতর  অবাক শিহরনে।

ছায়া পরে  আঁতা গাছের  মাটির জমা স্তূপে

ভুঁতু মিয়া  আসছে যেন  দৃপ্ত-পায়ী রূপে।

মগ ডালে  আম গাছের  একদম উপরটায়

দোলে সেথা  কিযেনো এক  নড়ে চড়ে ধায়।

উঁ উঁ করে দূরে কোথাও শিয়াল যাচ্ছে ডেকে

ভেসে আসে ক্ষাণিক করে শব্দ তারি থেকে।

কল কলানো  পানির সুরে  ফিরে দেখি পেছন

কুকুর ডাকে ঘেউ ঘেউ ছাড়াই কোনো কারন।

সময় কাটে  এমনি ভাবে  এদিক ওদিক করে

সারা দেহ   ভয়ের চোটে  যাচ্ছে সদা নড়ে ।

বসে আছি  নিমের তলে  সাহস যেন নাই

তবু একা   রাত্রি ভীতির  কাব্য লিখে যাই।

0.00 avg. rating (0% score) - 0 votes