এখন কোন ভাষাই খোঁজে পাইনা

এখন কোন ভাষাই খোঁজে পাইনা
প্রতিবাদ ছাড়া,
পরিবর্তন হয়ে যাচ্ছে সকল অঙ্গীকার
মানবতা এবং সত্য – বিচার।

তুমি-আমি কে বা কারা
যেন পরিচয় নেই
আমরা মানুষ মনুষ্যত্ববান।

অনীতি-দুর্নীতি
স্বেচ্ছাচারিতা, ক্ষমতা , শক্তি প্রয়োগ
যা ইচ্ছে তা
সব জায়গায় সব সময়
যেন আমিই সর্ব সর্বস্ব,
সবই প্রগতি হয়ে যাচ্ছে
তাপে-চাপে অন্যায় ন্যায় হয়ে
স্বাভাবিক সভ্যতা-সংস্কৃতির রঙে রাঙ্গিয়ে যাচ্ছে।
কার হাত কার ছোঁয়া
সকল এখন ধৌয়া
বুঝিনা, যেন মানুষি হলাম না
কেবল পতঙ্গ, জন্তু-জানোয়ার।

0.00 avg. rating (0% score) - 0 votes