একটি প্রতিধ্বনি চাই।
একটি ভয়াল প্রতিধ্বনি আজ
বাঁচার জন্য খুব প্রয়োজন।
জীবনের গতি বন্ধ প্রায়
তোলপাড় অন্ধকার ক্ষরণে।
অক্ষরের রুঢ় প্রখরতায় জ্বলে
মানবতার রঙিন গোলাপ বন
দ্বিধার দাবানলে পুড়ে যৌবন ছাই।
একটি প্রতিধ্বনি চাইঃ
ভয়ংকর প্রতিধ্বনি ।
জীবনের দুর্বিসহ ব্যারিকেড ভেঙ্গে
আর্তের ঠোঁটে জ্বলে উঠুক
ধান রঙ আলো ;জেগে উঠুক
যৌবনের সবুজ হৃদয়।
একটি প্রতিধ্বনি চাইঃ সবুজ প্রতিধবনি।
শত কন্ঠে স্লোগানে স্লোগানে
‘একটি প্রতিধ্বনি চাই ‘
সত্য, ন্যায় এবং শান্তির অভয়াশ্রম।
শুভ কামনা রইলো——কবি