উড়ো চিঠি

উড়ো চিঠি
আমিনুর রহমান নিরব
———-
চিঠি এলো উড়ে উড়ে
কি যে তার খবর,
চিঠির উপর ছবি আঁকা
লাগছে বেশ যবর।

ফুল ও বেলুন উড়ানো
আটকানো রঙিন খাম,
রং তুলি আর নরম হাতে
লেখা শুধু আমারই নাম।

চিঠির ভেতর লেখা আছে
তিনটা শব্দ,বাকি সব সাদা,
হাত থেকে কেড়ে নিয়ে
দেখে ফেলেছে বড় দাদা।

কে দিয়েছে এমন চিঠি
কিবা চেলেছে চাল,
বল দেখি আমায় ওড়ে
তুলব পিঠের ছাল।

ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে
বলতে নাহি পারি,
সেদিন থেকে হলাম উদাও
ফিরি নাই আর বাড়ি।

উড়ো চিঠির জবাব আমি
দিতে পারি নি আজো,
আমি তোমায় ভালবাসি
আজকে নাহয় জানো।

0.00 avg. rating (0% score) - 0 votes