কোথায় রাখিবো লুকিয়ে আপনারে?

কোথায় রাখিবো লুকিয়ে আপনারে?
———– নিয়াজ মাহমুদ

কোন সে নামে ডাকিবো আপোনায়,
কি করে করিবো মায়ার অশ্রু দান।
বাসিগো ভালো যদিও অনেক বেশি
কোথায় রাখিবো এতোখানি সম্মান?

বুকেতে না হয় স্মরণে রাখিও আমায়
রাখিও আমায় চরণ ধুলায় মাখি।
প্রতি নিঃশ্বাসে মনে পরে আপনায়
এতো যে মায়া কোথায় আমি রাখি?

কথায় কথায় ঝরছে চোখের জল
চাহনীতেই রয়ে গেল অগনিত ভাষা।
বুকের আকুতি বুকের মাঝেই রাখি
কোথায় রাখিবো মনের যত আশা?

আমার কাছে যা কিছু রয়েছে খাঁটি
সকলি দিলাম আপোনার নিজ করে।
আমার ভূবনে আপোনি যখন সব;
কোথায় রাখিবো লুকিয়ে আপনারে?

0.00 avg. rating (0% score) - 0 votes