কামনীয়-রমনী
গাজী মোশাররফ
আমার কিছু কথা ছিল,বলা হয়নি।
আকাশের শুভ্রতা ভেদ করে পোছায়নি।
কাশফুলের দোলনে দুলতে পারিনি।
তবে কথা দিলাম,
রেনু হয়ে পৈাছাবে সাজ-সন্ধ্যাকালে।
আমার কিছু কথা ছিল.বলতে পারিনি।
জানলাটা খোলা ছিল,মৃগনয়নারে দেখব বলে।
কাঁচা দুর্বা ঘাসের মত অঙ্গে জড়িয়ে ছিলে
অতৃপ্তত ললাটে লেগে ছিলো বিন্দু বিন্দু ঘাম ।
কে তুমি?
আমার কৈশোর,উদোম ছুটে চলা
উল্কার ক্ষিপ্রতায় গিরী-খাদের প্রথম সহমিলন
চাদ রাতের চন্দ্রবদনে আদিমতার কামনীর ঘ্রান
আষাড়ের বান ড়াকা নদীর মত দু-কুল ভাসায়েছিলে
লেগে আছে উরুর নরম মাংশপিন্ডে
তবে কথা দিলাম,
শ্রাবনের জলদ বাতায়ন কদমের মালা হয়ে রবো।
আমার কিছু কথ্ ছিল,কালবোশাখের ছোবলে উড়ে ছিল।
গুল্মের পরতে পরতে নারী-কামিনীর ঘ্রাণ।
যুগ থেকে যুগে, অনাদিকাল থেকে আত্মতুষ্টির অবজ্ঞা
করিয়াছে মহান-মানবীয়,প্রেম-কাম-মমতামহী।
কে তুমি?
কে?
কে?
কে?
বল তুমি কে?
অঙ্গ
কাম
প্রেম
যৈাবন দসী?
নগরের নিভাঁজ জানলা,সোডিয়াম বাতি
ঘুট-ঘুটে আলো-আধাঁর,প্রেমহীন রাতি
অনায়াসে দূরে ঠেলে দেয়,ধুম্রময় জগৎতে
সজ্জন সাধু আসিবেনা কেউ বাধিতে
আমার কিছু কথা ছিল,যা হয়নি বলা
প্রেমপূজারী.কামনীয়-রমনী