সিকিউরিটি গার্ড

সত্য নেই সাম্য নেই
নেই অধিকার
মুখে মৌলিক আইন
বাস্তবতাই সিকিউরিটি গার্ড।

বন্দী আছি
বলতে ভয় পাই
পেটে নেই খাদ্য
হাতে নেই হাতিয়ার।

আম জনতা শোষিত
আমি – তুমি যুক্তির বেড়াজালে জন্মন্ধ।

টিভিতে খেলা, নাটক, টক শো, সিনেমা
দেখে যাই গুনী বার্তা
অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলাই
কেউ কেউ সমুদ্র সাঁতরাই।

কার লাভ কার ক্ষতি
যার যার ব্যাথা
ছিলাম আমরা মুক্তিকামী দুর্জয় বীর
এখন অলস জাতি।

যখন যা হাতে পেয়েছি সকল আমার
বাকি সবাই মরোকগে
কতো ক্ষমতা আমার।

সত্য নেই সাম্য নেই
নেই অধিকার
মুখে মুখে মৌলিক আইন
বাস্তবতাই সিকিউরিটি গার্ড।

0.00 avg. rating (0% score) - 0 votes