বৈশাখের কবিতা

গেছে চলে চৈত্র মাস
বৈশাখের আগমনে,
আর না হেরি মধুকরে
নীল কমলকাননে।

ছুটে না ভ্রমর পদ্মবনে
আসে না ধেয়ে অলি,
বৈশাখের আগমনে
শুকিয়ে গেছে কলি।

ভর দুপুরে প্রখর রোদে
প্রাণ করে আনচান,
পাড়ার ছেলে দিঘির জলে
করে রোজই স্নান।

পুকুরপাড়ে নিমের গাছে
প্রাণ সুশীতল ছায়া,
বৈশাখেতে দুপুর বেলায়
মাটির বুকেও মায়া।

বৈশাখের কাঠফাটা রোদে
শুকিয়েছে নদী-পুকুর,
পথিক চলে ছাতা হাতে
ধূ ধূ করে রোদ্দুর।

পানকৌড়ি জলে দেয় ডুব,
রাজহাঁস জলে চরে,
গাঁয়ের বধূ কলসী কাঁখে
জল নিয়ে যায় ঘরে।

বৈশাখেতে সন্ধে বেলায়
মন্দিরে কীর্তন গান,
খোল আর করতাল ধ্বনিতে
জেগে ওঠে সারা গ্রাম।

0.00 avg. rating (0% score) - 0 votes