বৃষ্টি ও ঝড়

বৃষ্টি ও ঝড়
আমিনুর রহমান নিরব

টিপ টিপ বৃষ্টি
টপা টপ পড়রে,
ঝিরিঝিরি বাতাস
হিপ হপ হুড়রে।

রিমিঝিমি কাকন
রুম ঝুম নুপুড়ে,
ধিন তাক নাচন
ঠিক ঠাক দুপুরে।

দৈত্য যে হাঁকায়
হালুম হুম হুম,
মেঘ ডেকে উঠে
গুড়ুম গুম গুম।

নামল প্রচন্ড ঝড়
বেগে হুড় মুড়ে,
ভাঙ্গল হাত পা
পড়ে হাড় গুড়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes