জননী

জননীরে করি পূজা দেবতা আকারে
ভরসার অন্তলোকে বিশ্বচরাচরে।
কে তুমি ডাকিছ মোরে বিষন্ন পরাণে
ভুলাইয়া যত ব্যথা মরমের গানে।
ব্যথিত হৃদয় নিয়ে বসিয়া একাকী
মলিন যে মুখখানি জলে ভরা আঁখি।
সুখের স্বপন নত ঐশ্বর্যের ভারে
বিলাপ শুণ্যে মিলায় ব্যর্থ হাহাকারে।
ফুল যত আনিয়াছি তোমার লাগিয়া
পারি নাই দিতে তাহা আঁচলে গাঁথিয়া।
অবসন্ন হৃদয় ভার আকুল শ্বাসে
জননীর মুখ কোন নুতন প্রকাশে।
মাতৃকোল বিনা শান্তি ধূলাতে লুটায়
দু-ফোঁটা অশ্রুজলে কি হৃদয় জুড়ায়।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes