একটা বিকেল চাই

একটা বিকেল চাই
_____জাহিদ আরেফিন
জিব্হায় আঁষটে গন্ধ,স্বাদহীন ধরণীতল,
তবু বিলি দিই লোনাজলে,-চোখে কালের তৃষার্তা,
-মধুসুধা কোথায়?
ঘর্মাক্ত চিবুক চেটে ফিরে গেছে পাষাণী সে।
অস্তিত্ব বিলীন করে যে সব আত্মা রাত্রির গর্ভে গেছে ডুবে,
চৌচির কলিজায় তবু আশা,-আহত কোন বিকেলের স্বপ্নে,
-জানি কেউ আসবে,
আবারো বিচ্ছিন্ন বলাকায়, হুতুম পেঁচার চোখে চেয়ে
কোন শাঁখে ভয়ার্ত গর্জনে,-কোন ছন্দ নেই,
মায়াবী চাহনী গেছে টুটে।
সবাই রাক্ষুসে, -কেবলি ক্ষিদে পেটে,
চোখে কালের খর্বতা, আসক্ত, মনের নেই মূল্যায়ন।
আমি একটা বিকেল চাই,
স্বপ্ন মানুষ আর আমি পাশাপাশি চাইবো রক্তিম দিবাকর ছুঁয়ে,
-হোক শুকানো ফুলের মালা,
গন্ধহীন কোন বনফুল,-তাই হবে প্রিয়,
একদিন বাঁচি স্বার্থহীন ভালোবাসায়।
কিন্তু কই, রাত্রির পেটে জ্বালার কুন্ডলিপি, হরদম পুড়ছি,
-অভিশাপে মুড়ে গেছে পৃথিবীর চাওয়া পাওয়া,
আমি শুধু ধুঁপের চাই,
পুঁজা শেষে আস্তাবলে ঠাই,
-তবুও অকর্ম নই,
পুঁজারিণীর কোমল হাতের স্পর্শ পাই।
মানুষ হবো, মানুষের মনে বিছিয়ে পড়ে ঘ্রাণ নিতে চাই,
-আঁধার পথে জ্বালতে চাই আলো,
দূর বনে হাক ছাড়ি কোথায় কারা?
বিধ্বংসী চেতনা মুছে এসো,-ক্ষণিকের নয়,
আমরা নির্মল ছন্দ চাই, পাখির ডানায় শত বিশ্বাস,
মনে জ্বাগিয়ে তুলি তাই।

0.00 avg. rating (0% score) - 0 votes