শেষ রাগিনী

কর্মহীন জীবনের প্রান্ত ছাড়ি সুপ্তি হতে জেগে
যে বাঁশি শিখেছে সুর সহসা বাজে আপনরাগে।
সবে আছে নীরবে জগৎব্যাপী সমাধি সমান
ধূসর ডানার মাঝে স্বর্গ যেন কঠিন পাষাণ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “শেষ রাগিনী

Comments are closed.