সামাজিক দেশ
দেশের মানুষ
অলিখিত হাতিয়ার
সমতাহীন লড়াই।
অর্থ নেই পক্ষ নেই
শক্তি নেই স্থান নেই
সমতার মূল্য নেই।
মানবতাও পক্ষ নেয়
জোরালো ধ্বনি সোচ্চার
অথবা উপভাস
শান্ত যার নাম।
সমাজ শুধু নামে এখানে
কাজ আছে অনেক অনেক
অকাজের তরে পরাজয়
কর্তা , কর্তিত্ব সবখানে
সমতাহীন সাম্য জীবর -যাপন।