জাল
________জাহিদ আরেফিন
ধূসর স্মৃতিগুলি রুদ্ধদ্বারে কড়া নাড়ে,
যৌবন বেলাভূমিতে ছড়িয়ে থাকা অনাদরের মুক্তাছড়া,
-তবুও গাঁথি মালা,
শ্রেষ্ট বিলাপের কন্ঠনালী ছুঁয়ে,-জানি সব অকারণ।
তুই ফিরবি না জানি,
বাহু আঁকড়ে গোধূলি বেলায় হাটবি না সবুজ ঘাসে,-তবুও ভাবনা,
ফিরে আসার বিশ্বাস জীর্ণকুটিরের দেয়ালে মাখি,
-বাতায়নে বৃষ্টিধারা নামায়,
তীব্র কাতরতায় ।
কেবলি ঝড়,-শুকনো পাতা মুচড়ে গেছে,
তবুও মাটি আঁকড়ে ধরেছে নির্মল রৌদ্রের অপেক্ষায়।
—আমার গ্রন্থি গেছে ছিড়ে,
চোখে ঘোর, তবুও রং লেপি মনবেদিতে,
অস্পষ্ট সুরে বাঁধি বিচ্ছিন্ন কলিজা,-জানি আসবি কোনদিন।
কাশফুলে দুলি কোন অচেনা নাবিকের পথ চেয়ে,
কেন এমন আমি?
-ঘৃণা নাই, শুধু বাসনার রংতুলিতে তোকে আঁকি ।
রক্তরসে বিষ,-কন্ঠে ছেঁড়া সুর, তবুও গান রচি তোর পূর্ণতায়,
ধোঁকা দেয় আপন সত্তাকে,
– যেন কালের শ্রেষ্ট অভিনয়।
কিন্তু কতকাল?
পৃথিবীর রং যাচ্ছে পাল্টে, কবির কাব্যচয়নে ভিন্নতা,
তবুও আমি হারানো সুরে আছি পড়ে,
কবিতার অভিশাপে পুড়ছি অবিরত, কেন এই জীর্ণতা ?
আমি বক্ররেখায়, -তুই সরলপথে সুসময়ে পাড়ি দিচ্ছি,
তুই নতুন পথের যাত্রি,
আমি কোন গ্রহ হতে ছিটকে পড়া প্রাণ, মহাশূন্য জালে বেঁধে গেছি নিদারুণ ।
উপমা এবং চিত্রকল্পের ধরন গুলো ভালো লাগলো।
শুভ কামনা রইলো
ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি শুভ কামনা রইল। ভালো থাকুন।
আশা নিয়েই বেঁচে থাকা। জীর্ণ কুটিরের মাঝখানেও মনিমুক্তা লুকিয়ে থাকে। খুঁজে নিতে হয়।
সুন্দর মন্তব্য করেছেন। হ্যা, মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। আর আশা যদি জীবনে না থাকে তবে যেমন খুজে পাওয়া যাবে না জীবনের স্বার্থকথা, তেমনি থাকবে না কর্মউদ্দিপনা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন দাদা santoshkumarmandal