বৈশাখ ফিরে এলে
———————————–
বাংলাদেশ আমার
পবিত্র জন্মভূমি বৈশাখ যে তার প্রথম মাস,
বৈশাখ ফিরে এলে
জেগে উঠে বুকে জমে থাকা যত অভিলাষ ।
পহেলা বৈশাখের
আগমনী বার্তা যবে আকাশে বাতাসে অনুরণিত,
সৌরভে গৌরবে
বাংলার ভূস্বর্গে প্রতিবার নবরুপে হয় প্রণীত ।
শফিক তপন
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।
১১-৪-২০১৪