নতুন বছর নতুন আলোকে,
নতুন দিনের খুশির ঝলকে,
প্রাণে বাজে নতুন সুরের ঝংকার।
নতুন বছরের নতুন পাতায়,
নতুন দিনের নতুন কবিতায়,
ফুল হয়ে ফুটে উঠুক হৃদয়ে সবার।
নতুন বছরের নতুন সূর্য,
নতুন সকালের আলোর প্রাচুর্য,
সোনার আলোয় বিশ্বভুবন ভরা।
বিহগের কলতানে,
প্রভাত পাখীর গানে,
ছন্দে সুরে আপনমনে, গাহে বসুন্ধরা।
নববর্ষ-3
সময়ের সিঁড়ি বেয়ে,
ভালবাসার গান গেয়ে,
নতুন বছর এলো আজ।
মন তাই খুশির জোয়ারে,
দোলা দেয় মনের গভীরে,
জাগে প্রেম হৃদয়ের মাঝ।
এত হাসি, এত গান
ছন্দ, সুর, লয়, তান,
প্রাণে আর মনে পুলক জাগে।
সবারে বাসো ভালো
হ্যাপি নিউ ইয়ার বলো,
ভোরের সূর্য ওঠার আগে।