আজি শুভ নববর্ষে যত কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।
বর্ষে বর্ষে নববর্ষ আগমন করে,
বহিছে খুশির ধারা সারাদিন ধরে।
নববর্ষে হালখাতা, নানা উপহার,
মিষ্টি মাখা স্মিত হাসি, মুখে সবাকার।
ভাব বিনিময় হয় ,আজিকার দিনে,
শিশুদের নববস্ত্র দেয় সবে কিনে।
ফলমূল, মিষ্টি দ্রব্য, বিবিধ ব্যঞ্জন,
মাছ ভাত, সাথে দই, করয়ে ভক্ষন।
বঙ্গ নারী করে ভাল ইলিশ রন্ধন,
ইলিশ মাছের গন্ধে আনন্দিত মন।
নববর্ষে জাগে মনে নব নব আশা,
প্রীতি ও শুভেচছা আর প্রেম-ভালবাসা।