বৈশিখী ঘোড়া সওয়ার

স্রষ্টা এমন কাল বৈশাখী দাও
যেন সকল জড়তা
অন্ধত্ব, অমানবিকতা
অশ্লীলতা, অপঘাত
অস্থিরতার মুহূর্ত উচ্ছেদ হয়ে যায়।

সকল সংকীর্নতা
সকল অপসংস্কৃতি
সকল বিষাদ
সকল অবিচারের স্লোগান
সকল অন্যায়
মুছে দাও হে বৈশিখী

হে তুফান
বৈশিখী ঘোড়া সওয়ার
মুছে দাও ত্রাস
নির্বাণ আন হৃদয়ে।
–২–
“এসো হে বৈশাখ”
উড়িয়ে দাও নগ্ন পিপাসা
পাপের ঠিকানা
চাই নতুন প্রাণ সবুজ নীড।

মুছে দাও যাতনা – বিষাদ
দৈর্ন্য – দুর্দশা দু র্স্বপ্ন
বিদেশি মিকে সংস্কৃতি

চাই মুক্ত আকাশ – বাতাস
জীবনানন্দ – জসীম উদ্দীনের বাংলা
বাঙালির কৃষ্টি – শিক্ষা

“এসো হে বৈশাখ”
দিয়ে যাও তোমার সন্তানেরে
চিরাচায়িত দীক্ষা।

0.00 avg. rating (0% score) - 0 votes