সাঁঝের বেলা নামে আঁধার

পূব গগনে রোজ সূর্য ওঠে
সকাল হলে পরে,
আমের শাখে কোকিল ডাকে
চিত্ত ওঠে ভরে।
গাঁয়ের পথে উড়িয়ে ধূলো
গোরুর গাড়ি চলে,
কয়লা বোঝাই গোরুর গাড়ি
চলে সকাল হলে।
ঝোপের পাশে কুকুর গুলো
বোজই লড়াই করে,
আদুল গাঁয়ে চলছে পথিক
গাঁয়ের পথটি ধরে।
রোজ সকালে করিম চাচা
কুর্ণিশ হাতে ধরে,
সিমেন্ট বালির শক্ত গাঁথনি
ইঁটের বাড়ি গড়ে।
সাড়ে চারটে বাজলে পরেই
ছুটির ঐ ঘন্টা বাজে।
ছুটির পরে ঘরে ফেরে, কেউবা
কাঁদে পথের মাঝে।
দিনের শেষে আলোক লুকায়
সূর্য বসেছে পাটে,
সাঁঝের বেলা নামে আঁধার
গাঁয়ের পথে-ঘাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes