আমার এ শব্দগুলো হয়ত গতিপথ বুঝে নেবে
ভালবাসায়, যেমন জন্ম অন্ধ তাঁর আলোকিত
অন্ধকারে ঠিকই পথ খুজে নেয়।
তুমি কেন আরও একটু
অপেক্ষায় থাকলে না হেলান পাল?
যে তুমিই আমাকে দিলে
ভাষা, স্বাধীনতা,
মানবতা, মানুষের সন্মান।
আমাকে অভিসম্পাত করো না বন্ধু
তোমাকে বাঁচাতে পারিনি,
না গ্রীষ্মে না বর্ষায়
ধার্মিক রুপি সেই হায়না থেকে।
তুমি বেচেছ মরে
আমি মরেছি বেচে।
২০ ফেব্রুয়ারী ২০১৫