তাল পুকুরের পাড়ে আছে
সারি সারি তালগাছ।
তাল পুকুরের কালো জলে
লাফায় কাতলা মাছ।
তাল পুকুরের শীতল জলে
শালুক পদ্ম ফোটে।
গুঞ্জরিয়া অলি আসে সেথা
মোর চিত্ত ভরে ওঠে।
তাল পুকুরের ওই পারেতে
খেজুর গাছের বন,
খেজুরের রস খেলেই তবে
জুড়ায় আমার মন।
রাঙা মাটির পথ চলে গেছে
পুকুরের পাশ দিয়ে,
জেলেরা আসে মাছ ধরতে
রোজ কাঁধে জাল নিয়ে।
তাল পুকুরের ধারে ধারে
গোরু ও বাছুর চরে,
তাল পুকুর হতে গাঁয়ের মেয়ে
জল নিয়ে যায় ঘরে।
তাল পুকুরে রাজহাঁসের দল
জলে সাঁতার কাটে।
গাঁয়ের বধুরা নাইতে আসে
শান বাঁধানো ঘাটে।
আমার গাঁয়ে তাল পুকুরে
কাজল কালো জলে,
সাঁঝের বেলায় তাল পুকুরে
জোনাকিরা শুধু জ্বলে।