এলো বৈশাখ

এলো বৈশাখ
আমিনুর রহমান নিরব
এলো বৈশাখ-
ঢাক ঢোল পিটিয়ে
আনন্দ-উল্লাসে
তালে তালে নাচিয়ে।

এলো বৈশাখ-
ব্যবসায়ী খুলে হালখাতা
লাল টিপে শাখা হাতে
বৌ রাণী নাড়ে হাতপাখা।

এলো বৈশাখ-
বাঁজে তাল পাতার বাঁশি
নববর্ষে ফসলের মাঠে
কৃষাণ কৃষাণীর হাসি।

এলো বৈশাখ-
খাব পান্তা-ইলিশ
বৌঝিরা সেলায়
নকশি কাঁথা-বালিশ।

এলো বৈশাখ-
পাল তুলে মাঝি-মাল্লা
ঝাঁকড়া চুলে বাউল নাচে
পড়ে অদ্ভূত আল-খাল্লা।

এলো বৈশাখ-
মেলাতে নাগরদোলা পুতুল নাচ
লাল পেড় সাদা শাড়ি পড়ে
বাঙালি রমণীর রঙিন সাঁঝ।

0.00 avg. rating (0% score) - 0 votes