কেনো

জানলেনা, কেনো পিছনের সব ডোর ছিড়ে তোমার ঠিকানায় পা বাড়াই!
কেনো চিরকালের চির চেনা আপন মানুষ গুলো থেকে এখন আমি অনেক দূরে!
কেনো পরিজনদের শিকল পরা শিকল প্রিয় মেয়েটি আজ শিকল ভাঙতে চায়!
কেনো তোমায় নিয়ে চলে যেতে চায় প্রকৃতির কাছাকাছি!
সবার প্রিয় শান্ত শিষ্ট ভীত মেয়েটি আজ হিংস্র!

কেনো তোমাকে না পেলে মৃত্যুর হাতছানিতে সারা দিতে রাজী!
কেনো তোমার নেশায় পিছুটান ভুলে যাই, ভুলে যাই নিজেকে, ভুলে যাই দুনিয়া!
কেনো এতো ভালোবাসার মাঝে থেকেও তোমার ভালোবাসা পাবার জন্য মন অশান্ত হয়ে ওঠে!
কোন মায়াজালে মোহিত আমি অন্ধ কানামাছির মতো তোমার নেশায় ছুটি!
ওই পথে কি আছে? স্বর্গ না নরক, আমি জানিনা! জানতে চাইওনা!
শুধু জানি যদি বাউল থাকে, তবে নরকও স্বর্গ হবে আমাদের ভালোবাসায়!

0.00 avg. rating (0% score) - 0 votes