প্রিয় জমিনের পাঁজরের চিপায়
বিষাক্ত সাপ-বিচ্ছু থাকতেই পারে ;
তবুও এই ফুলের বাগান সবুজ জমিন
নদী এবং মুক্ত বাতাস,
এই পতাকা – আনন্দ আমার
এবং আমাদের নিজস্ব।
কালের পরিবর্তনের রুঢ় ভাঁজে জন্মানো
বিষাক্ত সব আগাছা ,
এখন ল্যেপটে যেতে চায় আমাদের প্রিয় শব্দে !
দুর্দান্ত কৃষকের মত এখনই তো উপযুক্ত সময়
খান্দানী কীটনাশক ছিটানোর।