বিশ্বাসের এক পিছনে পড়ে যাচ্ছি
আমরা আমাদের নঁকশা
মনে রাখছি
ভিতর গুলো অজানা
কুহুক ডাকা শব্দ কেউ চাতক।
নিত্য বিয়োজন
কলা বিদ্যা
কৌশল দীক্ষা এমন
অস্তীত্ব সংকট
চিনিনা আজ কাউরে।
হঠাৎ নিয়তি শ্রদ্ধা পায়
অশুদ্ধ সংবিধান তালি বাজায়
ক্যানভাসে আত্মকৃতি
মুখে মুখে জম্ম দাগ আপন সংকট
শিল্পি আমি আর গোখরো।