হায় ক্রিকেট, সোনালী স্বপ্নের ক্রিকেট,
কেন তুমি বারবার এভাবে ভাঙ্গো বুক আমাদের,
বিদেশ-বিভুঁয়ে, চেন্নাইয়ের সবুজ চত্বরে,
তোমার কি লাগেনি ভালো, আমাদের লাল-সবুজ পতাকা?
তাসকিন গেল মাইনকা প্যাঁচে, সাথে গেল সূর্যও,
আর মুস্তাফিজ যখন ফিরলো, তখন তুমি যেন
চিনেও চিনলে না আমাদের কতিপয় ব্যাঘ্রকে!
তোমার না চেনার তোপে পুড়ল স্বদেশ।
হায় ক্রিকেট, ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে
ভালোবাসে?’ কে হায়, বল-ব্যাট নিয়ে ঘুরে ঘুরে,
চার-ছক্কার শোভা দেখতে চায়? কে হায়, ডোরাকাটা
রং গায়ে মেখে ঊর্ধবাহু নৃত্য করতে চায়?
হায় ক্রিকেট, এভাবে বারবার আর কত কাঁদাবে?
এভাবে বারবার আর কত কাঁদব আমরা?
=শেষ=
২৪ মার্চ ২০১৬।