চূর্ণ হোক

চূর্ণ হোক অহংকার, লোভ,দুর্বলতা,
কালের কার্পণ্য
কুসংস্কার প্রবাহ বিবর্তন
বেশ্যার ঘুঙ্গুর ধ্বনি ।

স্বপ্ন ফুটুক অন্দরে বিস্তৃত সবুজ
প্রাণে সুখের কাশফুল
যুগের প্রত্যক্ষ দীক্ষাক্ষা
এগিয়ে চলার দুর্লভ কৌশল ।

0.00 avg. rating (0% score) - 0 votes