গানের পাখি

গানের পাখি
-আমিনুর রহমান নিরব

ওগো গানের পাখি
উড়ে ফুলের বনে
মিষ্টি সুরে ডাকি
বাঁধলে বাসা মনে।

মায়ার পরশ মেখে
আঁকলে দারুন ছবি
মেঘের ডানায় চড়ে
হইলে তুমি কবি।

ওগো ফুলের কলি
দিও তুমি দোলা
কেমনে তোমায় বলি
আমি আত্ম ভোলা।

ওগো গানের রাণী
কনকচাঁপা মালা
কন্ঠে শুনে বাণী
দিলেম বরণ ডালা।

বিঃদ্রঃ এই কবিতা টা হল প্রিয় শিল্পী কনকচাঁপা কে নিয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes