আলোর মিছিল

আলোর মিছিল
-মোঃআমিনুর রহমান নিরব

দ্বীপ্ত আলোর শিখা প্রদীপ
জ্বালাও যতনে,অদ্য সর্বস্তর
উন্নত মম শীরে জ্বলে উঠো
ভীত না লয়,বজ্র কণ্ঠেস্বর।

তিমির আঁধার কেটে উঠিবে সূর্য
নেই অবকাশ,পেছনে তাকাবার
শক্ত হস্তে বাঁধা বিপত্তি কাটিয়া
মুক্তমঞ্চে বিচরণে,অন্মেষণপ্রতিভার।

আলোর মিছিলে জয় জয় ধ্ব্বণি
উঠবে বেঁজে, থামিবে না স্লোগান
দামাল-সামাল হে বীর সন্তানেরা
ছুঁয়ে দাও,বিশ্বের সকল সোপান।

0.00 avg. rating (0% score) - 0 votes