চোখের স্বমুখে নীল নঁকশা
হলুদ খবর স্বপক্ষে জরিপ,
সব দেখেও দেখিনা
যেন কালো বাজার পরিচালক।
যেন শুনিনা বধির কানে
যেন জানিনা কিছুই
আপন পকেট
এবং গায়ের ঘ্রাণেরো যেন
খুঁজ রাখিনা এমন ভাব।
রাতারাতি পর্বত সমান ঠিকানা
কারো অন্ধকার
যখন যার নিশানে অধিকার।