অদেখা প্রাণের আয়ু
আত্মা সাথে সংযোগ
আমি বুঝিনা নিয়ম
অনিয়মি তবে ভালো ।
কয়েক টুকরো কালিমা
সর্বাঙ্গে ছিটানো বৃষ
জানিনা- বুঝিনা কেন
কতোগুলো রক্তচক্ষু ?
কেমন যেন আইন
পৃথিবীর নাকি
মানুষের কবেকার
রোল ।
নব নব খেলা
আদিকে হার মানায়,
তবে কি মানুষ নয়
অমানুষি নীতি-বিধি ।