লাল সবুজ

লাল সবুজ
মোঃআমিনুর রহমান নিরব

নীল আকাশের সবুজ মাঠে
উঠেছে স্বাধীনতার লাল সূর্য,
লাল সবুজের রঙে আঁকা
বিজয় নিষাণ,বাড়াচ্ছে সৌন্দর্য।

উড়ছে স্বাধীন পতাকা
দিচ্ছে হাওয়ায় দোলা,
লাল সবজের পতাকা পাওয়ার
ত্যাগ স্বীকার,যায়না কভু ভোলা।

পাক সেনারা রক্ত খেতে
বাঙালির বুকে মারে হানা,
সবুজ দেশের সোনার মানুষ
জন্ম থেকে জানে,হারতে যে মানা।

লাল সবুজের পতাকা উড়ায়ে
গাই মোরা বাংলাদেশের গান,
জীবন দিয়ে রাখব ধরে
লাল সবুজে,স্বাধীনতার মান।

0.00 avg. rating (0% score) - 0 votes