পাতা ঝরার দিন আজ,
সোনালি পাতা গুলো বাতাসে উরে
ঝরা পাতায় ভরে যায় পাজ্ঞন ,
যেমন হূদয়ে ঝরে হারানো দিন।
নীলিমায় যেমন হারায় নীল
সাগরে যেমন হারায় জল
হূদয়ে কি হারায় বেদনার রং?
ঝরা পাতায় যেমন হারায় মন।
পাতা ঝরার দিন আজ
চারিদিকে সোনালি পাতা ঝরে
হারানো দিনের গন্ধ বাতাসে উরে
তোমার সাথে আমার বিছেদ
ঝরা পাতার হাওয়ায় ঘুরে।
ক্যানবেরা
৬/৪/২০১৬